ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্র সৈকতের সৌন্দর্য তুলে ধরতে ব্রিটিশ নাগরিকের “ওয়াক পর হোপ” সমাপ্ত

আজকের বিনোদন
নভেম্বর ১, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ । ৯৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহেদ হোসেন:
কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য বিশ্বের দরবারে তুলে ধরতে টেকনাফ শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে ১২০ কিলোমিটার সৈকত পাঁয়ে হেঁটে লাবণী পয়েন্ট এসে “ওয়াক পর হোপ” সমাপ্ত করলেন বাংলাদেশী বংশদ্ভোত চার ব্রিটিশ নাগরিক।
গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টার সয়ম সমুদ্র  সৈকতের লাবণী পয়েন্ট এসে পৌঁছান তারা।
এসময় তাদেরকে বরণ করে নেয় ট্যুরিস্ট পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
৪ ব্রিটিশ নাগরিক’রা হলেন- মিঃ হোসাইন আহমেদ, মিঃ আবদাল উদ্দিন আহমেদ, মিঃ ফয়সল উদ্দিন, ও মিঃ এনামুল হক।
এ-সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বাংলাদেশী বংশদ্ভোত ৪ ব্রিটিশ নাগরিক জানান,  কক্সবাজারের এই দীর্ঘতম সৈকতের মতো সুন্দর সৈকত বিশ্বে আর কোথাও নেই। এই সৌন্দর্যকে বিশ্বের কাছে পরিচিতি করা অত্যন্ত জরুরী। তাছাড়া রোহিঙ্গা শিশু ও স্থানীয় শিশুদের মান বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
এসময় হিউম্যান রিলিফ ফাউন্ডেশন -বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার সালমা আক্তার, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রজেক্ট অফিসার আশিকুর রহমান, দারুল আমান একাডেমির পরিচালক মৌলানা হাশেম মাহমুদ, আয়োজক কমিটির সমন্বয় সাংবাদিক ইফতেখারুল ইসলাম জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tanim Cargo