ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের কাছে পড়ে ছিল যুবকের দ্বিখণ্ডিত মরদেহ

আজকের বিনোদন
জুন ২৫, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ । ৫৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের অদূরের বিলের মাঠ নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে যশোর রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ।
কোটচাঁদপুর রেলওয়ের ওয়েম্যান আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে আছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স ২৫-৩০ হতে পারে।
কোটচাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার দিপংকর ঘোষ বলেন, ‘কোন ট্রেনে কাটা পড়েছে এটা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে সর্বশেষ স্টেশন ছেড়েছে বেনাপোল ট্রেন, ভোর সাড়ে ৫টার দিকে। ওই ট্রেনের ড্রাইভার লাইনের ওপর মৃতদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমরা জানতে পারি। মৃতদেহ উদ্ধারে যশোর জিআরপি পুলিশে খবর দেওয়া হয়।’
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিতোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে মৃতদেহের কোনো নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাঁর পাশ থেকে মোবাইল ফোন, বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যশোর নিয়ে যাওয়া হবে। ওখানে পিবিআই তদন্ত করে দেখবে।

Tanim Cargo
Tanim Cargo