ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়াএর নতুন কমিটি ঘোষণা

আজকের বিনোদন
জুন ২৪, ২০২৪ ৫:৫১ পূর্বাহ্ণ । ৬৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকমান হোসেন,স্পেন প্রতিনিধি :

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কাতালোনিয়া(অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২১ জুন, শুক্রবারবার্সেলোনার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনেরমাধ্যমে  কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতিসুরুজ্জামান জামান। এসময় কমিটি নির্বাচনকালীন সমন্বয়কমিটির প্রধান আব্দুল বাছিত কয়ছর, সদস্য আব্দুল জব্বার সদস্য মো. রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে করিম আলীকে সভাপতি, সাইফুল ইসলামকেসাধারণ সম্পাদক, রেদোয়ান হোসেনকে সাংগঠনিক সম্পাদক ছালেহ আলীকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে সমন্বয়  কমিটির প্রধান আব্দুল বাছিতকয়ছর জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি(২০২৪২০২৬) গঠনের লক্ষ্যে দীর্ঘ প্রায় তিন মাস নানা সভা কমিউনিটির সর্বস্তরের মানুষের সাথে সমন্বয় করার চেষ্টা করাহয়েছে। নানা আলোচনা শেষে কমিটির নেতৃত্ব নির্ধারণ করাহয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সুরুজ্জামানজামান বলেন, বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়েপুরাতন সংগঠনের অনেক ঐতিহ্য রয়েছে। নতুন নেতৃত্ব স্থানীয়প্রবাসী বাংলাদেশিদের নানা সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখবেবলে তিনি আশা প্রকাশ করেন। আংশিক কমিটি ঘোষণা দেয়াহলেও আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেতিনি জানান।

নতুন সভাপতি করিম আলী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশিকমিউনিটির উন্নয়নে কথায় নয়, কাজ দিয়েই আমরা প্রমাণকরবো তিনি আরো বলেন,  অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দেবাংলাদেশ এন কাতালোনিয়া প্রবাসীদের নানা সমস্যা সমাধানেদৃপ্ত ভূমিকা রাখবে। এসময় তিনি  বার্সেলোনার সকল প্রবাসীবাংলাদেশির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলন শেষে নতুন সভাপতি করিম আলীকে ফুলেলশুভেচ্ছা জানানো হয়।

Tanim Cargo