ইয়ামিন হাসান আরাবীঃ
ইতালিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন এর সাথে ইতালী নাপোলী মহানগর আওয়ামী লীগের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ইতালী নাপোলী মহানগর আওয়ামী লীগের সভাপতি এসকান্দার আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ রাজীবের নেতৃত্বে রাষ্ট্রদূত কে ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে স্বাগত জানান নাপোলী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নাপলী মহানগর আওয়ামী লীগের
যুগ্ন-সাধারন সম্পাদক মোঃজামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আলী রানা,আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃবোরহান,যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বাংলাদেশ নাপলী কমিউনিটির অসংখ্য ব্যাক্তিবর্গ।
নবনিযুক্ত রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন ইতালি প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে প্রবাসীদের সেবক হিসেবে কাজ করে যাওয়ার কথা বলেন। পাশাপাশি দূতাবাসের সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া এবং পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনের আশ্বাস দেন তিনি।