ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

পঞ্চগড়ের চিতা বাঘের আক্রমণে গরুর মৃত্যু, পরে নদীতে দেখা মিলল মৃত বাঘের

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ । ৩০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দাড়খোড় সীমান্ত দিয়ে আসা ভারতীয় এক চিতা বাঘের আক্রমণে এক কৃষকের গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিঘ প্রয়োগ করেন। পরে আবারো গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে পানি থেকে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। পরে বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বাঘটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।
পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুধন বর্মণ জানান, মৃত অবস্থায় বাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে নেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে এলাকায় চিতা বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখেছেন এলাকার মানুষ। বাঘটি কিভাবে মারা গেছে তা জানি না।