মুহাম্মদ জুবাইর, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে মহেশখালীপাড়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ৩ (তিন) মাদরাসা শিক্ষার্থী জোয়ারের ঢেউয়ে রাতে সাগরে ভেসে যায়। একজনের মৃতদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ আছে দু’জন।
রবিবার (২৪ নভেম্বর) বেলা ১২:০০ ঘটিকার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দু’জনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
উদ্ধার মৃত শিশু ছাত্রের নাম নুর কামাল (১২)। সে স্থানীয় কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ শিশুরা হলো– ইমরান হোসেন (১২), নজরুল হক (১২)। তিন জনই টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়ার আশরাফিয়া দারুন নাজাত মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
ঘটনার খবর শুনে সমুদ্র সৈকতে ছুটে আসেন নিখোঁজ এক শিশুর বাবা মো. কামাল। তিনি বলেন, ‘মাদরাসার শিক্ষকদের সঙ্গে সাগরে ঘুরতে এসে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। আমার ছেলেসহ দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করার জন্য কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’
এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ জানান, দুপুরে টেকনাফ মহেশখালীপাড়া নৌঘাট থেকে তিন শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নেমে ¯্রােতে ভেসে যায়। পরে নুর কামাল নামে এক শিশুর মরদেহ সৈকতে ভেসে আসে। বাকি দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচাজ মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল ১১:৩০ ঘটিকার সময় খোনকারপাড়া খোনকারপাড়ার আশরাফিয়া দারুন নাজাত মাদ্রাসার (মৌলভী ইলিয়াসের মাদ্রাসার) হেফজ বিভাগের১০-১৫ জন শিক্ষার্থী মেরিন ড্রাইভ শিশু পার্কের দক্ষিণ পাশে খোনকার পাড়া নারিকেল বাগানের ঘাটে সমুদ্রের তীরে ফুটবল খেলছিল। খেলা শেষে সমুদ্রের পানিতে গোসল করতে নামলে সমুদ্রের তীব্র স্রোতের কারণে তিনজন তলিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিম নূর কামালকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুজন নিখোঁজ ভিকটিম নজরুল ইসলাম এবং ইমরান কে উদ্ধারের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের টিম কাজ করছে বলেও জানান।