ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ‘আমাদের প্রয়াস নিরন্তর’ নতুন সামাজিক সংগঠনের যাত্রা ‍শুরু

আজকের বিনোদন
নভেম্বর ২৪, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ । ১৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ‘আমাদের প্রয়াস নিরন্তর’(আপন) নামে একটি নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু করলো। গত শনিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা সদরের স্কুল মার্কেট এ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিক রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।তিনি বলেন,স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সর্বদা আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকবে। তাই এসব মহৎ কাজে তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। এসময় বক্তব্য রাখেন,মোকামতলা প্রেসক্লাব এর সভাপতি নুরুল আমিন তালুকদার, মোকামতলা মডেল প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন,শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ,বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান,উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, মোকামতলা মহিলা ডিগ্রী কলেজ এর প্রভাষক মাহফুজুর রহমান।

এসময় সাংবাদিক দুলাল মিয়া,আতাউর রহমান,মোকামতলা মডেল প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী,শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ আব্দুর রহিম, নির্বাহী সদস্য মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিক রশিদুর রহমান রানাকে সভাপতি ও প্রভাষক আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।

সংগঠনের সভাপতি রশিদুর রহমান রানা বলেন,এক ঝাঁক মেধাবী,দক্ষ, ও প্রতিশ্রুতিশীল তারুণ্যের সমন্বয়ে আমাদের পথ চলা।আমরা সামাজিক সংগঠনের প্রকৃত রূপ হিসেবে নিজেদের তুলে ধরে শিবগঞ্জ উপজেলা বাসীর জন্য কাজ করে যাব। আমাদের এই কার্যক্রমে সকলের সম্পৃক্ততা প্রত্যাশা থাকবে।

Tanim Cargo
Tanim Cargo