নুরুল আমিন হেলালী, কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজারের চকরিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বোরহান উদ্দিন(৪৫) নামে এক ওষুধ কোম্পানির ম্যানেজার নিহত হয়েছে।
বায়োফার্মার চকরিয়া এরিয়া ম্যানেজার মোঃ বোরহান উদ্দিন রবিবার (২৪নভেম্বর) সকাল ৮টার দিকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডাম্পারের চাপায় ঘটনাস্থলেই নিহত (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, পেকুয়া থেকে মোটর সাইকেল যোগে চকরিয়া কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পার তাঁকে চাপা দেয় এবং তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি খুবই বিনয়ী, ভদ্র, এবং সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোকাভিভূত অভিব্যাক্তি জানিয়েছেন।
এদিকে তাঁহার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি জিএএম আশেক উল্লাহ,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সভাপতি নুরুল আমিন হেলালীসহ অনেক শুভানুধ্যায়ী। নিহত বোরহান উদ্দিনের স্ত্রী, তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে।