ঢাকাবুধবার , ৩১ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ১৩ জন আহত

আজকের বিনোদন
জানুয়ারি ৩১, ২০২৪ ৮:৪৮ পূর্বাহ্ণ । ৩১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে কৃষি কাজের মুজুরি নিয়ে বিবাদের সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত। আজ (৩১জানুয়ারী) বুধবার সকাল ৮টার সময় ঢেপা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন ঢেপা গ্রামের মৃত খোকা সেখের ছেলে রেজাউল , রেজাউলের তিন ছেলে উসমান ,হুমায়ন , হযরত, রেজাউলের স্ত্রী হালিমা , নাতিছেলে স্বপন । অপর পক্ষের নুর ইসলাম , আসাদুল , ফরজ, মজিবর, নয়ন মিয়ারুল ও আলামিন ।
স্থানীয়রা জানান কৃষি কাজের মুজুরি নিয়ে গতকাল বিকালে মজিবর ও হুমায়নের মধ্যে সামান্য হাতাহাতি হয়। সেই ঘটনার জেরে আজ সকালে গ্রামের চায়ের দোকানে প্রথমে মজিবর ও হুমায়নের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঠা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এত উভয় পক্ষের ১৩জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করে ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিয়ন বলেন আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নুর ইসলামের অবস্থা অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।