ঢাকাশুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

আইনজীবী ফোরামের বিজয়

আজকের বিনোদন
জানুয়ারি ২৬, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ । ৪২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মোট ৯টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে এবং আওয়ামী আইনজীবী পরিষদ যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদকসহ ৩টি পদে জয়লাভ করেছে।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মোট ৯টি পদের জন্য দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪১ জন ভোটারের মধ্যে ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট গোলাম মোস্তফা পান ৪১ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ এস এম সাইদুল রাজ্জাক সাদ্দাম ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক ৪৪ ভোট পান।
নির্বাচনে জাতীয়তাবাদী আইজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ৬১ ভোট, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন ৭২ ভোট, অ্যাডভোকেট আল মামুন অনল ৭৪ ভোট এবং অ্যাডভোকেট তারিক আহমেদ ৬২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার মাহমুদ শাওন ৬৪ ভোট, কোষাধক্ষ পদে অ্যাডভোকেট রোকেয়া খাতুন ৬৩ ভোট, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নাগিব মহাফুজ জুয়েল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
এর আগে আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ভোটদান শুরু হয়ে জুম্মার নামাজের বিরতি দিয়ে দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। নির্বাচন শেষে নির্বাচন কমিশনারের দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার ফলাফল ঘোষণা করেন।

ইনজীবী ফোরামের বিজয়।