ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মাইকেলের দ্বিশততম জন্মবার্ষিকীতে ‘কহে বীরাঙ্গনা’র বিশেষ প্রদর্শনী

admin
জানুয়ারি ২৫, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ । ৭০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজু দত্ত,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টায় কমলগঞ্জের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে ‘কহে বীরাঙ্গনা’ নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা, একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
সঙ্গীতে শর্মিলা সিনহা, বাদ্যে বিধান সিংহ, মুদ্রাশিল্পী হিসেবে আছেন স্বর্ণালী, শ্যামলী, আশা, মনীষা, মিতালী, ভাগ্যলক্ষ্মী প্রমুখ।
শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা, জনা – এই চার নারীচরিত্রের লেখা পত্রকাব্যের মধ্য দিয়ে নাটকটিতে নারীর প্রেম-বিরহ-বঞ্চনা-ঈর্ষা-ক্ষমাপরায়নতা ও দ্রোহের বহুমাত্রিক রূপকে প্রকাশ করা হয়েছে।
প্রদর্শনীর আগে মাইকেলের সাহিত্য বিষয়ে বক্তৃতা করবেন কথাশিল্পী প্রশান্ত মৃধা।
এছাড়া বেলা ৩টায় মাইকেলের কবিতা নিয়ে শিশু-কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা থাকবে।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত
টিকেট করা লাগবে না।