ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঁচ পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ১৪/১১/২০২৪ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহবুব আলম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভালুয়েশান শাখার পরিচালক প্রফেসর মো: আমির হোসেন কে একই অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। এই পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মো: আবেদী নোমান কে পদায়ন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-২) হাবিবুর রহমান কে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক পদে বদলী করা হয়। উপপরিচালক (কলেজ-২) পদে একই অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূগোল বিষয়ের সহযোগী অধ্যাপক মো: নওসের আলী কে পদায়ন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-২) কে ঝিনাইদহের সরকারি শৈলকূপা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক পদে বদলী করা হয়। বর্তমানে সহকারী পরিচালক (কলেজ-২) পদে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক ফজলুল হক মনি কে পদে পদায়ন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দায়িত্বরত সহকারী পরিচালক (কলেজ-৩) তপন কুমার সরকার কে ফরিদপুর সরকারি কলেজে বদলী করে এ পদে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মাইন উদ্দিন কে পদায়ন করা হয়।
কুষ্টিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমরান আলী কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কলেজ (৪) পদে পদায়ন করা হয়।
বর্ণিত কর্মকর্তাগণকে আগামী ২০/১১/২০২৪ ইং তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে মর্মে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়। বর্ণিত কর্মকর্তাগণকে আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইন পূর্বক অবমুক্ত ও যোগদান সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।