ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আরসার ৩ সদস্য গ্রেপ্তারসহ বিপুল অস্ত্র উদ্ধার

admin
জানুয়ারি ২৫, ২০২৪ ১:২২ অপরাহ্ণ । ৭০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রসহ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহীন পাহাড়ে (লাল পাহাড়) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ২২ টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪ টি মাইন বোমা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।
র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত থেকে তাদের সোর্স হিসেবে কাজ করতো। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে গহীন লাল পাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেই পাহাড়ে অভিযান চালিয়ে ৩ আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিলো। উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার হতো।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এ পর্যন্ত ৮৩ আরসা সদস্য গ্রেপ্তার ও বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব।