ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

সানিয়া বেগমের মানবেতর জীবনযাপন

আজকের বিনোদন
জানুয়ারি ২৫, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ । ৩১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর এলার বালীগাঁও গ্রামের মোড়ল মার্কেট নামক স্থানের নিকটবর্তী প্লাস্টার,পানিও বিদ্যুৎ  বিহীন ইয়াকুব আলীর আদাপাকা টিনের ঘরে বসবাস রত পেরালাইসেস আক্রান্ত পঙ্গু স্বামী ও  দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে  সানিয়া বেগমের। বিকেল ঘরিয়ে সন্ধ্যা প্রায় তখনো একমুঠো খাবার তুলেদিতে পারেনি পঙ্গু স্বামীও নাবালক দুই সন্তানের মুখে।অশ্রু সিক্ত চুখে কাঁদো কাঁদো কন্ঠে সানিয়া বলেন প্রায় বছর দশেক আগে জামাল পুর জেলার সরিষা বারি উপজেলার মোঃওহাব মিয়ার সাথে আমার বিয়ে হয়।তার পর থেকে কালীগঞ্জের বালীগাঁও গ্রামের মোক্তার এর রিক্সার গেরেজ থেকে বাড়ায় রিক্সা চালিয়ে ভালো ই চলছিল আমাদের সংসার। এর মধ্যে মহান আল্লাহ তায়ালা সিহাব(৮)বছর ও আব্দুল্লাহ( ৮) মাস বয়সের দুটি ছেলে সন্তান দান করেন।গত ঈদুল আজহা এর সাতদিন আগে হঠাৎ করে আমার স্বামী পেরালাইসেস এ আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যায়।তারপর থেকেই শুরু হয় মানবেতর জীবন। রিক্সা চালিয়ে যা কিছু টাকা জমিয়ে ছিল তা অল্প কিছু দিনেই শেষ হয়ে যায় স্বামীর চিকিৎসায়।নেমে আশে অন্ধকার। টাকার অভাবে স্বামীর চিকিৎসা করা বন্ধ। নাবালক ছেলে দুইটির মুখে ঠিক মত খাবার তুলে দিত পারছি না। প্রায় সময়ই থাকতে হয় অনাহারে। বেচে থাকার পৃয়োজনে পঙ্গু স্বামী কে একা ঘরে রেখে এক বাসায় কাজ নেই। সেখান থেকে মাষ শেষে দুই হাজার টাকা দেয়।তা থেকে ৫০০(পাঁচ শত) টাকা ঘর ভাড়া হিসেবে দেওয়ার পর যে এক হাজার পাঁচ শত টাকা থাকে তা দিয়ে না পারছি স্বামীর চিকিৎসা করাতে না পারছি সন্তানের মুখে খাবার তুলে দিতে।এ ভাবে হয়ত আমার স্বামী সন্তান নিয়ে বেচে থাকাই কঠিন।সমাজের  সুহৃদয় বান কোন ব্যাক্তি বা সরকারের কাজ থেকে কোন সহযোগিতা ছাড়া এ পৃথিবীতে বেচে থাকা সম্ভব হবে না।তাই মানবিক সহয়তার প্রয়োজনে বিকাশ নম্বর -০১৮৮৬০৭৫১৬৬৩