ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের তিনদিন পর বাঁশ ঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Md. Saiful Islam Journalist
নভেম্বর ১৪, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ । ৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের বুজরুক গ্রামে নিখোঁজের তিনদিন পর নুর আলম (২৩) নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পরিকল্পিত হত্যার পর বাঁশের সঙ্গে ঝুঁলিয়ে রাখা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বুজরুক গ্রামের একটি কবরস্থানের বাঁশঝাড়ের হেলে পড়া একটি বাঁশের সঙ্গে গলায় রশি বাঁধানো, চোখ উপড়ানো হাটুগাড়া অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহত নুর আলম সদর উপজেলার বুজরুক গ্রামের এবন মন্ডলের ছেলে। সে মঙ্গলবারি বাজারে একজন কাপড় ব্যবসায়ী।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে নুর আলম তার নিজ বাড়ি থেকে খাবার নিয়ে দোকানের উদ্দেশ্য বের হয়ে যায়। এরপর সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আজ দুপুর ১২টার দিকে বুজরুক গ্রামের খেলার মাঠের উত্তর দিকে এক বৃদ্ধ মহিলা বাঁশ ঝাড়ে পাতা ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়।

পরে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে জানা যাবে হত্যার রহস্য।

ওসি আরও জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।