ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের কমিটি অনুমোদন

Md. Saiful Islam Journalist
নভেম্বর ১৩, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ । ২৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওবাইদুল হক: চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আজ বুধবার (১৩ নভেম্বর) অনুমোদিত হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ও০২৪ সালের প্রবিধানমালার ৬৩ ধারা অনুসারে দুই বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি পদে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তাকে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ে কর্মরত দুই শিক্ষক মো: মাকসুদুল ইসলাম নুরী ও সাহেদা নাসরীন খানকে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন মোহাম্মদ মামুন আল হাসান ও মো: ইয়াছিন। মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন নাজমুন নাহার। শিক্ষানুরাগী সদস্য হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মো: রাজু মিয়া কে মনোনীত করা হয়। তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।

পাঁচটি শর্ত সাপেক্ষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: ২ বছরের মধ্যে পরবর্তী ম্যানেজিং কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করা, প্রবিধান ৪২(২) অনুসারে প্রতি তিন মাসে ম্যানেজিং কমিটির ন্যূনতম একটি সভা করা, প্রবিধনে বর্ণিত ৫০ এর আলোকে বিদ্যালয়ের হিসাব পরিচালনা করা, দায়িত্ব পালনে কমিটি কর্তৃক প্রবিধান ৪৭ অনুসরণ করা এবং বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ে একাডেমিক স্বীকৃতি নবায়নের ব্যবস্থা করা।