আব্দুল্লাহ আল নাঈমঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাজার মনিটরিং করেছেন নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল আলম ভূঁইয়া। আজ বুধবার দুপুরে সরাইল সদরের বিকাল বাজারে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মনিটিরিং করে অনিয়মের কারণে ৩ ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। ইউএনও’র দফতর সূত্র জানায়, সিন্ডিকেট ও ইচ্ছাকৃত ভাবে মালামাল আটকে সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ কল্পে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ দুপুরের দিকে সরাইল বিকাল বাজারে মনিটরিং-এ নামেন। এ সময় তিনি বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করেন। মনিটরিং কালে মূল্য তালিকা না থাকা ও মালামাল ক্রয়ের ভাউচার সংরক্ষণ করেননি জাহিদুল ইসলাম, মীর শওকত আলী ও বিনয় দেব নামের ৩ ব্যবসায়ি। ফলে ভোক্তা অধিকার আইনে (২০০৯) তারা তিন জনের বিরূদ্ধে মামলা হয়। ভ্রাম্যমান আদালত তিন জনের প্রত্যেকের ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। মনিটরিং কালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুর আলী ও সরাইল থানার কয়েকজন পুলিশ সদস্য ইউএনও’র সাথে ছিলেন। নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল আলম ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের মনিটরিং, মামলা ও ভ্রাম্যমান আদালতের জরিমানা অব্যাহত থাকবে।