মেহেরপুর জেলা প্রতিনিধি : সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।জেলা পর্যায়ে এটি তাদের ষষ্ঠ আহ্বায়ক কমিটি বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ।
কমিটি গঠন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।
মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে । সদস্য সচিব করা হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলাম। এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী মো. শাওন শেখকে করা হয়েছে মুখ্য সংগঠক।
কমিটির মুখপাত্র মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী আনিকা তাবাচ্ছুম আঁখি।
এ ছাড়া কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম সদস্য সচিব, ৪ জনকে সংগঠক ও ২৯ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ সদস্যের, নড়াইল জেলায় ৫১ সদস্যের, ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের, ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের ও ১১ নভেম্বর নেত্রকোনা জেলায় ২৫৪ সদস্যের কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।