কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান, উপজেলা আমির মা: মাহমুদুল হাসান, উপজেলা নায়েবে আমির আফতাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি এ্যাড. তাজুল ইসলাম, পৌর সেক্রেটারি আনিছুর রহমানসহ জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেত্রবৃন্দ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান বলেন, চলমান সংকটময় পরিস্থিতিতে কালীগঞ্জের সকল অনৈতিক কাজের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা সার্বিকভাবে ইউএনওকে সহযোগিতা করবে। সকল প্রকার অন্যায়, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকার পাশাপাশি উপজেলা এবং থানা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, যেহেতু দেশ আবার নতুন করে সংস্কার হচ্ছে, সেহেতু পুরনো জঞ্জাল দূর করতে হয়তো একটু সময় লাগতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব উপজেলা প্রশাসনকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন।
এর আগে, জামায়াত নেতৃবৃন্দ একে একে সকলের পরিচয় ইউএনও’র সামনে উপস্থাপন করেন।