ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিনামূল্যে ঢেউটিন ,খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

Md. Saiful Islam Journalist
নভেম্বর ১২, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ । ২৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি: কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের আয়োজনে, লালমনিরহাট কালিগঞ্জ উপজেলা কালিকাপুর ও ভোটমারি ইউনিয়ন তিস্তা নদীর গ্রাসে নিপতিত ২ পরিবারকে ৬ বান্ডিল ঢেউটিন ৬ পরিবারকে ২ হাজার করে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন,সেচ্ছাসেবক মো. মনিরুজ্জামান রিফাত, সবুজ ইসলাম।

বিতরণের পূর্বে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের সমৃদ্ধি ও সহায়তা দানকারীদের মধ্যে যাদের নিকট আত্মীয় স্বজনরা মৃত্যু বরন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত এক আলোচনায় তারা বলেন, কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী ও একটি সম্পূর্ণ অরাজনৈতিক ফাউন্ডেশ ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে।

ফাউন্ডেশনটি দীর্ঘ দিন যাবত দেশের সিংহভাগ গরীব,অসহায়, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, শীত বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আপনারা জানেন,গত কয়েক মাস আগে কুমিল্লা,ফেনী,নোয়াখালী এবং শেরপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকে। ফাউন্ডেশনটি সাধ্যমত পরিবারগুলোকে ত্রান সহায়তা পৌছে দেওয়ার পাশাপাশি ঘর নির্মাণ কাজ সম্পূর্ণ করেছে।

তারা আরও জানায়, আমরা দেশের মানুষের বিপদে আপদে পাশে দাড়ানোর চেষ্টা করি। আমাদের সারা বাংলাদেশে অসংখ্য ভলান্টিয়ার এবং সহযোগী সংগঠন রয়েছে যাদের মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে কার্য সম্পাদন করি। আমরা চেষ্টা করি যাতে করে প্রাপ্য ব্যক্তির হাতে আমাদের সহায়তা পৌঁছে যাক।