আশিকুর রহমান: নরসিংদীতে অস্ত্রসহ জেল পলাতক একাধিক মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২ নভেম্বর) রাতে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়নের খৈইনকুট গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মোহাম্মদ আলামিন (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, সে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে নরসিংদীর জেল হাজতে ছিল। কিন্তু সম্প্রতি জুলাইয়ে জেলা কারাগারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। এরপর থেকেই সে শিবপুর ও আশপাশের এলাকায় ছিনতাই, দস্যুতা ও সন্ত্রাসী সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে।
বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন এর নির্দেশে উপপরিদর্শক হাসানুজ্জামান ও সাদেকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খৈইনকুট পশ্চিম পাড়া গ্রামের সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এসময় তার দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় এক রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আলামিন একজন পেশাদার ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ইতিপূর্বে নরসিংদীসহ আশপাশের থানায় ৩ টি অস্ত্র, ৫ ডাকাতি, ২টি দস্যুতা ও ১টি হত্যা সহ মোট ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে শিবপুর থানায় অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।