ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

কালীগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

আজকের বিনোদন
অক্টোবর ৩০, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ । ৬১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার নাগরী এলাকার গলান বাজারের ১ ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. বশির উল্লাহ। তিনি উপজেলার গলান এলাকার মৃত আব্দুল মজিদ ঢালীর ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার নাগরী এলাকার গলান বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাজারের এক ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

এ সময় প্রসিকিউটের হিসেবে উপস্থিত ছিলেন BSTI গাজীপুরের পরিদর্শক শিখন সাহা এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।