ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

বান্দরবানে সীমিত পরিসরে পর্যটন স্পট গুলো খুলে দেয়া হবে: জেলা প্রশাসক

আজকের বিনোদন
অক্টোবর ৩০, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুর রহমান, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ১ মাস ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার পর আগামী এক সপ্তাহের মধ্যে ভ্রমনপিপাসুদের জন্য সীমিত পরিসরে পর্যটন স্পট খুলে দেয়া হবে বলে উল্লেখ করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসন সভা কক্ষে বান্দরবান পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় পর্যটন সংশ্লিষ্ট অংশীজনরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের কারনে বান্দরবান পর্যটন নগরী হিসেবে সুখ্যাতি ছিল দীর্ঘদিন ধরে।যার ফলে আগত পর্যটকদের সেবার বিনিময়ে জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে বেচে নিয়েছিল এই পর্যটন নগরীর ব্যবসায়ীরা ।এই শিল্পে বিনিয়োগকৃত অধিকাংশরাই ঋণগ্রস্ত। ২০১৯ সালে করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন অদ্ভুত পরিস্থিতির কারণে ক্রমান্বয়ে ক্ষতিকর সমূখীন হচ্ছেন।এরুপ পরিস্থিতিতে সর্বশেষ জেলা প্রশাসনের পক্ষ থেকে অরোপিত ভ্রমণে নিষেধাজ্ঞার কারনে পর্যটন খাতে প্রত্যক্ষ- পরোক্ষভাবে জড়িত ৩৬ টি খাতে সংশ্লিষ্টদের জীবিকা নির্বাহে অচলাবস্থা সৃষ্টি হয়। এছাড়া এইখাতে জড়িত ব্যবসায়ীদের সমাজে ভালো শুনাম থাকলেও নিয়মিত ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় ব্যাংকের নিকট ঋণ খেলাপিতে পরিনত হয়েছে। এমন পরিস্থিতিতে আরোপিত ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানান।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের পক্ষ থেকে দেয়া সকল আবেদন উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যে রুমা-রোয়াংছড়ি ও থানচি ব্যাতিত সকল উপজেলায় পর্যটন স্পট খুলে দেয়া হবে।এছাড়া রুমা-রোয়াংছড়ি ও থানচি পর্যটন স্পট খেল দেয়ার বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রত্যাশা করেন তিনি।

এসময় মতবিনিময় সভায আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক, বান্দরবান সদর রিজিয়নের মেজর মো, শায়েখ উজ্জামান, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাবেক সভাপতি অধ্যাপক ওসমান, গনীসহ-সভাপতি নাছিরুল আলম, বান্দরবান ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা কাজল কান্তি দাশ, সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,পরিবহন সমিতির নেতা আব্দুল কুদ্দুছ,হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন মাস্টার, বান্দরবান বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারন সম্পাদক মো:আলম, মো: খোরশেদ সহ জেলার উর্ধ্বতন সরকারি-বেসরকারি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷