ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে লুন্ঠিত মাইক্রোবাস সহ ৩ ডাকাত গ্রেপ্তার

আজকের বিনোদন
অক্টোবর ২৫, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ । ১৯৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

নরসিংদীর শিবপুরে ডাকাতদল ডাকাতি করে একটি মাইক্রোবাস লুন্ঠিত করার অভিযোগে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছেন শিবপুর থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও থানার আরিফুল ইসলাম পাভেল ওরফে আরিয়ান, রাজধানী ঢাকার আরামবাগের সৈয়দ জিসান ও ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের জাহিদুল আলম সামি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ৪ অক্টোবর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচরের মিল গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে অজ্ঞাতনামা ডাকাত দল একটি মাইক্রোবাস লুণ্ঠন করে নিয়ে যায়। পরে মাইক্রোবাসের মালিক মোঃ নাহিদ হোসেন গত ৬ অক্টোবর বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে তার দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত থাকা ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেন এবং তাদের তথ্যমতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকা থেকে লুন্ঠিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করলে গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।

Tanim Cargo
Tanim Cargo