ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

মদনে নাশকতা ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার।

আজকের বিনোদন
অক্টোবর ২০, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ । ১৮৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা শাহিন মাস্টার(৪০), জসিম উদ্দিন,(৪৫) ইমন (২৪) ৩জনকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
গত শনিবার (১৯ অক্টোবর )
 রাতে অভিযান চালিয়ে উপজেলার
বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়,
গত (০১ সেপ্টেম্বর)২০২২ ইং তারিখে চানগাঁও ইউনিয়নের মৈদাম গ্রামের খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান মিন্টু (নবাব মিয়ার (২৪) মনোহারি দোকান ভাঙচুর ও তাকে মারধর করে ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে উপজেলা আওয়ামী লীগের লোকজন।
গত ১৮ অক্টোবর ২০২৪ রাতে মৈধাম গ্রামের খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান মিন্টু বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ (৭০)কে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরোও ৬০-৭০জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।
 নাশকতার নিয়ন্ত্রণ বিশেষ ক্ষমতা আইনে করা  মামলায় শাহিন মাস্টার(৪৫),জসিম উদ্দিন(৪২) ইমন  (২৪) নামে ৩জনকে
(২০অক্টোবর) রবিবার দুপুরে নেত্রকোনা কোর্ট  আদালতে পাঠানো হয়।
মদন থানা অফিসার ইনচার মোঃ নাহিদ হাসান আওয়ামিলীগের ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টা নিশ্চিত করেন।