ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

কালীগঞ্জে “শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল”টুর্ণামেন্টের উদ্বোধন

আজকের বিনোদন
অক্টোবর ১৯, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ । ১৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান গনি, লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুরাতন ইউপি পরিষদ মাঠে “শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল”টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮ ঘটিকায় জমকালো আয়োজনে এ টুর্নামেন্টের  উদ্বোধন হয়।
চন্দ্রপুর সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে আয়োজিত এ টুর্ণামেন্টে পুলিশের এসআই মোঃ জালাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ ফজলুর রহমান, প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক পি.এল.সি।
বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব আলফাজ হোসেন খন্দকার সাবেক ইউপি সদস্য, চন্দ্রপুর, ডাঃ আব্দুল হেলিম, (MB.B.S, F.C.PS) মেডিসিন, রংপুর মেডিকেল কলেজ,মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক, বোতলা মধ্যপাড়া সংপ্রাঃবিঃ,কহিনুর ইসলাম কহি, ইউপি সদস্য, চন্দ্রপুর,মোঃ ইব্রাহিম, প্রধান শিক্ষক, ঘোনাপাড়া সঃপ্রাঃবিঃ,মোঃ গোলাম মোস্তফা খন্দকার, পোষ্ট মাষ্টার, চন্দ্রপুর,মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক, চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,শাহিনুর ইসলাম শাহিন, প্রভাষক, আনন্দলোক ডিগ্রী কলেজ, মহানগর রংপুর,মোঃ মাকসুদার রহমান সাজু, প্রভাষক, চাপারহাট বি.এম কলেজ ও মোঃ হান্নান আলী, দলিল লেখক, প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু সালেহ মুসা জঙ্গী, আইনজীবী,জজ কোর্ট, রংপুর ও  কে.এম শাহ্জ্জালাল,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা এয়ারপোর্ট।
শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল টুর্ণামেন্টটি ১৬টি দলের অংশ গ্রহনে উদ্বোধনী খেলায় কালীগঞ্জ ফুটবল একাদশ ২/১ গোলে দুহুলী ফুটবল একাদশ দলকে পরাজিত করে।
হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে টুর্নামেন্টটি উদ্বোধন হয়ে আগামী ২২ অক্টোবর মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মোঃ লাবু রহমান ও স্থানীয় মো.আনোয়ার হোসেন।
শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল টুর্ণামেন্টের
আয়োজক কমিটির সভাপতি: মোঃ মাসুদ রানা,সকল দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,”আমরা আমাদের যুবসমাজকে মাদক সহ সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত রাখতে  সবসময় খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করবো”। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন