ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নদী থেকে এক জনের মৃতদেহ উদ্ধার, ডিএনএ টেস্টের পরিচয় সনাক্ত

আজকের বিনোদন
অক্টোবর ১৭, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ । ৯৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁ শহরের মধ্যেদিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পানি থেকে আব্দুর রাজ্জাক (৪৬) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহাল রিপোর্ট নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় হত্যার পর মৃতদেহ নদীর পানিতে ফেলা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরের পূর্বে নওগাঁ জেলা সদর উপজেলার খলসিকুরী গ্রামের প্রাইমারী স্কুলের পিছনে এলাকায় ছোট যমুনা নদীর পানিতে ভাসমান থাকা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে পরিবারে লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন নওগাঁ সদর মডেল থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ।
নিহত আব্দুর রাজ্জাক নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সারে ১০ টারদিকে নওগাঁ সদর উপজেলার খলসি কুড়ি গ্রামের ছোট যমুনা নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানিয় লোকজন। পরে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদীর পানি থেকে মৃতদেহটি উদ্ধার করেন এবং ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেন। এ সময় নিহতের মাথার পিছনে আঘাতের ক্ষতচিহ্ন ছিলো। মৃতদেহ উদ্ধারের
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে কোন দুষ্কৃতিকারী হত্যার পর নদীর পানিতে ফেলে দিয়েছে। তার শরীরে কোন জামা কাপড় ছিল না। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তার পরিবারের সিদ্ধান্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান