ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী থেকে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

আজকের বিনোদন
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ । ৯৮৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় নাশকতা মামলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।
বুধবার বিকালে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল তথ্যটি নিশ্চিত করেন। সে রায়পরা উপজেলার দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহর ছেলে।
সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান জানান, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-১১ দুইটি দল অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলা এলাকা থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের কেও গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।

Tanim Cargo