ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণের অভিযোগে আপন দাদার বিরুদ্ধে অভিযোগ।

আজকের বিনোদন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ । ৬১৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদনে ১২বছরের শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগে বকুল মিয়া (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
গত সোমবার (২সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মদন থানায় একটি লিখিত  অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত ব্যক্তি উপজেলা নায়েকপুর ইউনিয়নের  পাঁচ আলমশ্রী গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে  শিশুটির দাদা হন।
গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার সময় মাদ্রাসা থেকে শিশুটি বাড়িতে আসেন। তখন মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে দাদার হাতের কাঁটা খুলে দেওয়ার জন্য নাতনিকে দাদার ঘরে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর দাদা নাতিকে বলে এ বিষয়ে কারো কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলবে বলেও ভয় দেখান অভিযুক্ত দাদা।
মা,বাড়িতে আসার পর শিশুটির রক্তক্ষরণ হলে। তখন শিশুটি মায়ের কাছে বিষয়টি খুলে বলে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ
 মাহমুদুল হক এ প্রতিনিধিকে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Tanim Cargo
Tanim Cargo