ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শিক্ষক সমিতি ঐক্য জোটের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

আজকের বিনোদন
আগস্ট ২৫, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ । ৯৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের  গাজীপুর জেলা শাখার উদ্যোগে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ২৪ আগস্ট শনিবার সকাল ১০ ঘটিকায় গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী আজিম উদ্দিন কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আখতারুল আলম মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ  সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও  সমন্বয়ক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি মোঃ মোখলেসুর রহমান।
প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার বক্তব্য বলেন আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি । বলেছি বিগত 15 বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে নগ্ন ভাবে দলীয়করণ করা হয়েছে তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তখন তিনি আমাদেরকে ক্ষোভের সাথে বলেন আমি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সম্পূর্ণ বাতিল করা কথা বলেছি। আমলারা শুধু সভাপতি বাদ দেয়ার পরিপত্র জারি করেছে । কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে সকলকে বাদ দিতে হবে তার ব্যবস্থা আমি করব। এ সময় দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ ওমর আলী মোল্লার এক প্রশ্নের জবাবে তিনি বলেন জাতীয়করণ শিক্ষকদের প্রধান দাবি। সে দাবি নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জাতীয়করণ একটি চলমান প্রক্রিয়া। যদি তা বাস্তবায়িত না হয় আগামী দিন  আপনাদেরকে সাথে নিয়ে শিক্ষা জাতীয়করণের জন্য পারিবারিক আন্দোলন গড়ে তোলা হবে। তারপর সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে প্রথম অধিবেশনের রেখে নিয়ে সমাপ্ত ঘোষণা করেন। নামাজ এবং দুপুরের খাবারের ভিতরে বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় শিক্ষক সমিতি ঐক্য জুটের গাজীপুর জেলার সভাপতি হিসেবে অধ্যাপক নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আনোয়ারুল আলম মাস্টারের নাম ঘোষনা করা হয়। অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আজকের সম্মেলনের সম্মতি ঘোষণা করা হয়।