ঢাকাশুক্রবার , ২৩ আগস্ট ২০২৪
  • অন্যান্য

কালীগঞ্জে দেয়ালে দেয়ালে লিখন ও গ্রাফিতি অঙ্কন করেছে শিক্ষার্থীরা।

আজকের বিনোদন
আগস্ট ২৩, ২০২৪ ৪:০৬ পূর্বাহ্ণ । ৩৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান গনি, লালমনিরহাটঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের সঙ্গে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন দেয়ালের রুপ। বিভিন্ন স্কুল, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। সেই ধারাবাহিকতায় লালমনিরহাটের কালীগঞ্জের শিক্ষার্থীরাও বিভিন্ন দেয়ালে দেয়ালে আঁকছেন সেই গ্রাফিতি চিত্র।
 বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ আঁকছেন তারা। শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান ও বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন।কালীগঞ্জ উপজেলায় গত ৫ আগস্টের পর থেকে এই কার্যক্রম চলছে।
উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের দেয়ালে এ চিত্রকর্ম করতে দেখা যায়। উপজেলার আশপাশের অঞ্চলে বসাবাসরত বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন।
তারা গত কয়েকদিনে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, তুষভান্ডার খেলার মাঠ সহ পুরো উপজেলা জুড়ে কলেজ,উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের দেয়ালগুলোতে বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন।
শিক্ষার্থীরা জানান, সরকার পতন হয়েছে, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন  তারা। আন্দোলনে দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান তারা। তাই কালো অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা। শিক্ষার্থীরা আরো বলেন, দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বীরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাতে চাই।
শিক্ষার্থীদের এ ব্যাতিক্রম দেয়াল চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়েছেন উপজেলার সর্বসাধারনগণ।