ঢাকাশুক্রবার , ২৩ আগস্ট ২০২৪
  • অন্যান্য

দেশকে স্বৈরাচারমুক্ত করার মূল অবদান শিক্ষার্থীদের-জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আজকের বিনোদন
আগস্ট ২৩, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ । ৫০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহাদ চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

কোটা সংস্কারের দিয়ে সুচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করার মূল ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের মাধ্যমেই যেন দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক-এমনটাই বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও  বলেন,‘ইনসাফের ভিত্তিতে যেন সমাজ-রাষ্ট্র পরিচালিত হোক।’
বুধবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় কোটা আন্দোলনে নিহত শহিদ ইশমামুল হকের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, কোটা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে মহান আল্লাহ শহিদ হিসেবে কবুল করুক। যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। তাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। তাদের এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক। ইনসাফের ভিত্তিতে সমাজ-রাষ্ট্র পরিচালিত হোক।
পরে ইশমামের বাড়িতে গিয়ে তার মা ও ভাইদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জোনের টিম মেম্বার অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, আমিরাবাদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, বড়হাতিয়ার সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জুনায়েদ, চুনতী মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হকসহ জামায়াতের বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে লোহাগাড়ায় জামায়াতের আমীরের আগমনের খবর পেয়ে হাজার হাজার জনতা তাকে বরণ করে নিতে রাস্তায় নেমে আসে।