ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধামহিলার চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা প্রশাসন

আজকের বিনোদন
জুলাই ১৬, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ । ১১৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবু বকর সিদ্দিক লালমনিরহাট :-

মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মহিলার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন আদিতমারী উপজেলা প্রশাসন। মানসিক ভারসাম্যহীন গত এক মাস থেকে প্রায় ৫০ বছর বয়সী এক নারীকে ঘোরাফেরা করতে দেখা যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলা বাড়ি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে। কিছু খেতে চাইলে এলাকাবাসী যে যার মত সাহায্য করে। কিন্তু হঠাৎ করে গত 9,7,2024 মঙ্গলবার ওই মানসিক ভারসাম্যহীন নারী অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী জানায় ঐ নারীর হাত-পায়ে ঘা পচড়া দেখা যায়। এমতাবস্থায় স্থানীয় লোকজন ঐ ভারসাম্যহীন নারীর বিষয়টা উপজেলা নির্বাহী অফিসার নূর ই আলম সিদ্দিকী মহোদয় কে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার তত্ত্বাবধানে উপজেলা কার্যালয় আদিতমারী লালমনিরহাট এর রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ঐ মানসিক ভারসাম্যহীন নারীর চিকিৎসা চলমান রয়েছে। রিপোর্ট করা পর্যন্ত ঐ নারীর পরিবারের খোঁজ পাওয়া যায়নি। পরিবার বা আত্মীয়-স্বজন চিনে থাকলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হয়।