ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আজকের বিনোদন
জুলাই ১৬, ২০২৪ ৭:১৯ পূর্বাহ্ণ । ২২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুজ্জামান আরিফ :
যশোরের শার্শার বাগআঁচড়ায় মিথ্যা প্রচারের ভিন্ন মত প্রকাশ করেছেন ভুক্তভোগী আমিন রিজাউল গাইন।
সোমবার দুপুরে বাগআঁচড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্যে তিনি এ ভিন্ন মত প্রকাশ করেন।
জানা গেছে,যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের মৃত সুলতান গাইনের ছেলে রিজাউল ইসলাম দীর্ঘ দিন ধরে সুনামের সহিত জমি জরিপ কারী(আমিন)এর কাজ করে আসছে।
সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক ভাবে সুনাম নষ্ট করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিক তায় গত কয়েক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ তথ্য সরবরাহ করে যাচ্ছে। ফলে তার সামাজিক সুনাম নষ্ট হচ্ছে।
এমতাবস্থায়,এলাকাবাসির মধ্যে বিরুপ মন্তব্যের সৃষ্টি হয়েছে। তারা রিজাউল গাইনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছে।
বাগআঁচড়া প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মিলনে রিজাউল গাইন লিখিত বক্তব্যে জানান, আমি বিগত কয়েক বছর ধরে সততা নিষ্ঠা ও সুনামের সহিত এলাকায় জমি জরিপ (আমিন)কারী হিসাবে কাজ করে আসছি। যার রেজিষ্টিশন নং- পি এফ ৩৭২৩৩। কিন্তু গত শনিবার একটি জমিজরিপ করাকে কেন্দ্র করে একটি মহল তাদের স্বার্থ চারিতার্থ না করতে পেরে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা আমার পেশাকে কলুষিত করেছে।