ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  • অন্যান্য

রায়পুরে ডাকাতিয়া নদী পরিস্কার কর্মসূচীর উদ্বোধন

আজকের বিনোদন
জুলাই ১১, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ । ৪৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদুন্নবী সুমন লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা কর্তৃক মরা ডাকাতিয়া নদী ও খাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
১১ জুলাই বুধবার সকাল ১০ টায় রায়পুর পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ সওদাগর বাড়ির সামনে থেকে ডাকাতিয়া নদী পরিস্কারের কর্মসুচী শুরু হয়। কর্মসূচীর পূর্বে এ বিষয়ে রায়পুর ওয়াপদা কলোনি মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রায়পুর পৌরসভার মেয়র,
রায়পুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাঃ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন ফারুক মজুমদার, রায়পুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউসুফ হোসেন বিএসএস, রায়পুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান রিজভী, রায়পুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি কাজী জামশেদ কবীর বাক্কিবিল্লাহ প্রমূখ। এছাড়াও রায়পুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কাকন, যুগ্ন-আহবায়ক কবির ইমন, রাশেদুল ইসলাম জুলহাস, রায়পুর পৌর তাঁতীলীগের আহবায়ক নুরউদ্দীন ভাট শিবলু, রায়পুর প্রেস-ক্লাবের আহবায়ক পীরজাদা মোঃ মাসুদ হোসেন, সদস্য সচিব তাবারক হোসেন আজাদ, সিনিয়র সাংবাদিক মাইটিভির জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল, দৈনিক লক্ষ্মীপুর পোষ্ট পত্রিকার সম্পাদক সাঈদ হোসেন নিক্সন, মাহবুবুল আলম মিন্টু, মুকুল পাটোয়ারী, সুদেব কুরী, ডিএস দুলাল প্রমূখ।
রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট বলেন, মরা ডাকাতিয়া নদী একসময় মরা ছিলোনা, স্বার্থান্বেষী মহল নদীতে বাঁধ নির্মান করে দোকান নির্মান করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে খরস্রোতা এই নদীকে মেরে ফেলেছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্চেদ করা হবে। পরিস্কার পরিচ্ছন্ন করার পর উম্মুক্ত জলাশয় হিসেবে এখানে মাছের পোনা ফেলা হবে। পৌরবাসী যাতে উপকৃত হয়, সেই লক্ষেই আমরা নদী ও খাল পরিস্কার করা হচ্ছে। এ কাজে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।