ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  • অন্যান্য

সড়কের গাছ কেটে ফেলার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আজকের বিনোদন
জুলাই ১১, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ । ৪৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ এসেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
অভিযুক্ত গোলাম মোস্তফা উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার (৯জুলাই) ইউপি সদস্য গোলাম মোস্তফার নির্দেশে, মেম্বারের ছেলে রাকিব আকন্দ, রমিজ উদ্দিন ও ফারুক ৩ জন মিলে গাজীপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়ক হইতে দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তার জোড়পুকুরপাড় এলাকার সড়কের পাশে থাকা ২টি মূল্যবান সরকারি মেহগনি গাছ কেটে ফেলেন। এই গাছ কাটার ব্যাপারে তিনি সরকারি কোনো অনুমতি নেননি। গোপন সূত্রে খবর পেয়ে জাঙ্গালিয়া ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল আলিম ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের বিষয়ে সত্যতা পান। পরে তিনি ওই ইউপি সদস্যকে কেটে ফেলা গাছ জাঙ্গালিয়া ভূমি অফিসে দিয়ে আসার নির্দেশ দেন । তবে ৩ দিন পেরিয়ে গেলেও গোলাম মোস্তফা গাছগুলো ভূমি অফিসে দিয়ে আসেননি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য গোলাম মোস্তফা আজকের  বলেন, গাছ দুইটা পুকুরের পাশ দিয়ে  যাওয়া সড়কের উপরে ছিল। যেহেতু পুকুরটি অনেক গভীর তাই গাছ দুইটি পড়ে যাওয়ার আশঙ্কায় ছিল। সড়কের ক্ষতি হয়ে যাচ্ছে বিধায় আমি নিজে গাছ দুইটি কাটার নির্দেশ দিয়েছি। পরে ভুমি কর্মকর্তা এসে বাধা দিলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হই। তিনি আমাকে গাছ দুইটি ভূমি অফিসে দিয়ে আসতে অথবা এক জায়গায় রেখে দিতে বলেন। তাই গাছের গুড়িগুলি এখনো আগের জায়গাতেই রেখে দিয়েছি।
এ বিষয়ে জাঙ্গালিয়া ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল আলীম বলেন, আমি ঘটনার স্থানটি পরিদর্শন করেছি। গাছগুলো পুকুর পাড়ে হওয়ায় বৃষ্টির কারণে তা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল। পরে মেম্বার সাহেব সেগুলো নিজ দায়িত্বে কেটে ফেলেন। তবে গাছগুলি এখন আমাদের হেফাজতেই রয়েছে।
গাছ কাটার ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু জানান, স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে আমাকে জানিয়েছে। আপাতত আমরা গাছগুলিকে আমাদের হেফাজতে নিয়ে নিয়েছি। পরবর্তীতে সব কিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।