ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  • অন্যান্য

বার্সেলোনায় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বাংলার মেলা আয়োজকসংঠনের মতবিনিময়

আজকের বিনোদন
জুলাই ১০, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ । ৯৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকমান হোসেন,স্পেন প্রতিনিধি :

আগামী ১৩ই জুলাই, শনিবার বার্সেলোনায় অনুষ্ঠিত হবে বাংলারমেলা ২০২৪। মেলা আয়োজন নিয়ে স্পেনের গণমাধ্যমকর্মীদের সাথেমতবিনিময় সভার আয়োজন করে আয়োজক সংগঠন অ্যাসোসিয়েশনকুলতুরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া।

আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিতছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণসম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, প্রাক্তন সভাপতি এবং কার্যনির্বাহি সদস্য সাহাদুল সুহেদ, কার্যনির্বাহিসদস্য মিরন নাজমুল, কার্যনির্বাহি সদস্য তুতিউর রহমান, সহযোগীসদস্য জাফার হোসাইন প্রমূখ।

০৯ই জুলাই বার্সেলোনার মধুর ক্যান্টিনে আয়োজিত সাংবাদিকদেরসাথে মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনকুলতুরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়াসভাপতি আলাউদ্দিন হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদকশফিক খান।

এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উমানেতারিয়ার সিনিয়রসহসভাপতি শফিকুর রহমান, শাহ আলম স্বাধীন, আনোয়ার হোসেনচৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মোল্লা, আরিফ খানরুবেল, মোক্তার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিনহারুন, সহসাংগঠনিক সোহেল ভূইয়া প্রমূখ।

 

মতবিনিময় সভায় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শফিকখান জানান, শনিবারের মেলা সন্ধ্যা ৭টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেশুরু হওয়ার পর থেকে রাত :৩০টা চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সময় গান পরিবেশন করবেন বাংলাদেশ এবং ইংল্যান্ড থেকে আগতশিল্পীবৃন্দ, পাশাপাশি সংগীত এবং নৃত্য পরিবেশন করবেনবার্সেলোনার স্থানীয় শিল্পীবৃন্দ। দেশীয় খাবারের পসরা নিয়ে মেলায়৯টি স্টল রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পেনে নিযুক্তবাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি উপস্থিতথাকার কথা রয়েছে বলে উল্লেখ করেন সংগঠক।

এছাড়া সংগঠনের সভাপতি আলাউদ্দিন হক মেলা পরিচালনার জন্যসার্বিক সহযোগীতা কামনা করেন উপস্থিত সাংবাদিক নেত্রীবৃন্দের প্রতি।

স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি বার্সেলোনারবাংলাদেশী কমিউনিটিকে খুবই গুছালো উল্লেখ করে বলেন, আমরাঅতীতে বিভিন্নভাবে কমিউনিটির উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্তছিলাম পাশাপাশি মেলা পরিচালনা কমিটিকেও সহযোগীতা করেছিএবং এবারের মেলাতেও প্রেসক্লাবের সহযোগীতা অব্যাহত রাখবো।