ঢাকাশুক্রবার , ৭ জুন ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় আনারস-চশমা-কলস এর বিজয়

আজকের বিনোদন
জুন ৭, ২০২৪ ৪:০২ পূর্বাহ্ণ । ১১৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহাদ ইবনে হাশেম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্টুভাবে ভোট কার্যক্রম সম্পন্ন হয়। তবে ভোটারের উপস্থিতি একেবারেই ছিল নগণ্য। সকাল সাড়ে ৯টায় লোহাগাড়ায় কয়েকটি ভোটকেন্দ্রে পরিদর্শনে গেলে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ৮ শত ৯৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ঘোড়া প্রতীকের আলহাজ¦ সিরাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৭ শত ৯৩ ভোট। অপর প্রার্থী মোটর সাইকেল প্রতীকের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ পেয়েছেন ২ হাজার ৯ শত ১৪ ভোট।

বেসরকারিভাবে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের সরওয়ার মামুন। তিনি ভোট পেয়েছেন ৪৩ হাজার ১ শত ২০ ভোট। অপর ২ প্রার্থী যথাক্রমে তারা প্রতীকের ফরহাদুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ১ শত ৬৩ ভোট ও টিউওবয়েল প্রতীকের জমিল উদ্দীন পেয়েছেন ১১ হাজার ৮ শত ৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রার্থী কলস প্রতীকের জেসমিন আক্তার। তিনি ভোট পেয়েছেন ৩৬ হাজার ৯ টি এবং তাঁর একমাত্র প্রতিদ্বন্ধি শাহীন আক্তার সানা পেয়েছেন ২৫ হাজার ৪ শত ৪১ ভোট।

ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্ট কেন্দ্রে অলস সময় পার করতে দেখা যায়। নির্বাচনী মাঠে কাজ করেছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯টি স্ট্রাইকিং ফোর্স, ১২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২টি টিম, ২২টি মোবাইল টিমসহ বিপুল সংখ্যাক পুলিশ ও আনাসার সদস্য।

নির্বাচন চলাকালীন সময়ে উপজেলায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ, সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।