ঢাকাসোমবার , ২৭ মে ২০২৪
  • অন্যান্য

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক মত বিনিময় সভা।

আজকের বিনোদন
মে ২৭, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ । ৬৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে  দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।২৭মে সোমবার বিকেল ৩ ঘটিকায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর আয়োজনে এবং দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি কালীগঞ্জের সহযোগিতায় উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ শোভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম গাজী টুলুর সভাপতি কে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়াবুর রহমান  মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোরশেদ আলম পরিচালক দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় কার্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাজীপুর, বায়েজিদ রহমান খান উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর, আজাদ আনোয়ার হোসেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কালীগঞ্জ গাজীপুর। সবার উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন , ইলেকট্রন ও প্রিন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সততা ও ন্যায়পরান এর দিকে লক্ষ্য রেখে কাজ করলে দুর্নীতি প্রবণতা কমে আসবে।