ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় শ্রী শ্রী শিব মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন

আজকের বিনোদন
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ । ৮২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দিন সরকার,কেন্দুয়া প্রতিনিধ :

নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ পূজাঁ উদযাপন  পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি,  হরিসভা দূর্গা মন্দির কমিটির প্রাক্তন  সভাপতি শিপ্রা জুয়েলার্সের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বঙ্কিম চন্দ্র পোদ্দার স্মরণে কেন্দুয়ার কুন্ডুলী কেন্দ্রীয় শশ্মান ঘাটে হরহর  মহাদেব( শিব মন্দির) নির্মিত হচ্ছে। নিজস্ব অর্থায়নে শিব মন্দির নির্মান করে দিচ্ছেন  স্বর্গীয় বঙ্কিম পোদ্দারের জেষ্ঠ পুত্রকেন্দুয়া সরকারী কলেজের ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষক  ও পূজা উদযাপন কমিটির সহ -সভাপতি সুবীর কুমার পোদ্দার।
১৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সুবির কুমার পোদ্দারকে সাথে নিয়ে মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দির কমিটির  সভাপতি ডাঃ দিলীপ কুমার পোদ্দার,। এ সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,পূঁজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক পালানাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস, শশ্মান কমিটির সভাপতি জয়ন্ত পোদ্দার, সাধারন সম্পাদক  মানিক চন্দ্র দে, হরিসভা মন্দির কমিটির সিনিয়র সহ -সভাপতি সুবোধ চন্দ্র ঘোষ,। ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে শ্রীশ্রী শিব পূজাঁ অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন কেন্দুয়া উপজেলা উদযাপন পরিষদের পূজাঁ বিষয়ক সম্পাদক  বিপূল উকিল।
ভিত্তিপ্রস্থর উপলক্ষে আরও উপস্থিত হন কেন্দুয়া উপজেলা পূজাঁ উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্র,সাধারন সম্পাদক সজল কুমার সরকার, অর্থ সম্পাদক  স্বপন চন্দ্র দেবনাথ ডাঃ মানবেন্দ্র পোদ্দার, জগদিশ বিশ্বাস, খোকন চন্দ্র দাস, গৌতম দত্ত  স্থানীয় গন্যমান্য বূাক্তিবর্গ।
অনুষ্ঠানে শশ্মানে নাট মন্দির নির্মান, ত্রিবেনী ঘাটে পাকা ঘাট নির্মান সহ শশ্মানে অষ্ট্রপ্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান চালু করার বিষয়ে গুরুত্বপুর্ন আলোচনা করা হয়।