ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

প্যারিসে গোল করে বার্সাকে ‘জেতাবেন’ ইয়ামাল

আজকের বিনোদন
এপ্রিল ৭, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ । ৯২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম ফারুক হোসেন :
চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে পিএসজির মাঠে বার্সেলোনা ১-০ গোলে জিতবে বলে মনে করেন তরুণ এই ফরোয়ার্ড। ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেলার হাতছানি। লামিন ইয়ামাল তাই দারুণ রোমাঞ্চিত। তবে শুধু খেলাই নয়, পিএসজির বিপক্ষে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসাতে পারবেন বলেও বিশ্বাস বার্সেলোনার তরুণ এই ফরোয়ার্ডের।
 ২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রথম লেগে আগামী বুধবার পিএসজির মাঠে খেলবে জাভি হার্নান্দেজের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। তার আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “আমি খুবই রোমাঞ্চিত। আমার প্রথম কোয়ার্টার-ফাইনাল। তাদের বিপক্ষে খেলতে পারাটা একটা স্বপ্ন। প্রথম লেগ নিয়ে আমার ভবিষ্যদ্বাণী? আমরা ১-০ গোলে জিতব আর গোলটা আমি করব।”
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত আট ম্যাচে ৪৮৩ মিনিট খেলে একটি অ্যাসিস্ট করলেও কোনো গোল করতে পারেননি ইয়ামাল।
ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ১ জুনের ফাইনালে খেলার স্বপ্নও দেখছেন ১৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
 সব দলেরই এখন সমান সম্ভাবনা রয়েছে। তাই ফাইনাল খেলতে হলে বার্সার সর্বপ্রথম পিএসজিকে হারাতে হবে, তারপর সেমি-ফাইনালে জীততে হবে।