ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

আজকের বিনোদন
মার্চ ৩, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ । ২৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুর জেলার কালীগঞ্জে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৩ মার্চ) দুপুরে কালীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে রোববার দুপুরে কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজন দোকান মালিককে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে আনন্দ চন্দ্র দাস সুমনকে (৪০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা, প্রদীপ সাহাকে (৫৫) ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫ হাজার টাকা জরিমানা এবং রতন চন্দ্র সাহাকে (৫৩) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।