ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

লালমনিরহাটে মাস্টার্স পরীক্ষা দেওয়া হলোনা সোহেল রানার

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ । ১৫৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান গনি,লালমনিরহাটঃ

লালমনিরহাটের কালীগঞ্জে মাস্টার্স পরীক্ষা দেওয়া হলো না সোহেল রানার (২৫) নামে এক পরীক্ষার্থীর। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার কাকিনা ওয়াপদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীরচর এলাকার মনোয়ার মাস্টারের ছেলে। সে কাকিনা উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাস্টার্স পরীক্ষার উদ্দেশ্যে লালমনিরহাটের দিকে অটোরিকশায় যাচ্ছিল ৫জন পরীক্ষার্থী। পথিমধ্যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা ঘটনাস্থলে মারা যান। এতে আরো ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিজার কবির এ ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।