ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম ভূইয়া ।

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৩:৩৬ পূর্বাহ্ণ । ৩৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওবায়দুল ইসলাম:

পুলিশ সপ্তাহ ২০২৪ এ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্ম নিষ্ঠা, সততা, শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম ভূইয়া।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ কর্মরত  থাকাবস্থায় ৭ টি পিস্তলসহ ১৮ মামলার আসামি গ্রেফতারসহ মামলার মূল রহস্য উদঘাটন, নির্বাচন কালীন নরসিংদী মডেল থানা ও মনোহরদী থানায় দৃঢ় ও বিতর্কহীন ভূমিকার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে পুলিশের সর্বোচ্চ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম -সেবা) ভূষিত করা হয়েছে। আবুল কাসেম ভূইয়া ১৯৭৪ সালে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতুলি গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ সিরাজুল ইসলাম একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি মানিকছড়ি হাই স্কুল থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশ পুলিশ বিভাগে ২০০২ সালে এস আই পদে কর্ম জীবন শুরু করেন। (২০০৯-২০১১) সাল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুর, ব্যাংকক, সিঙ্গাপুর,ইন্দোনিশিয়া,মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় মিশনে অংশগ্রহণ করেন। তিনি ২০১১ সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হিসেবে চট্টগ্রাম হাটহাজারী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিভাগের বন্দর,পতেঙ্গা, পাঁচলাইশ, ডবলমুড়িং থানায় সততা ও নিষ্ঠার সাথে অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদী জেলায় নরসিংদী সদর মডেল থানা ও মনোহরদী থানায় অত্যন্ত সুনাম ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন।