ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

গাইবান্ধার ফুলছড়িতে ৩০০ পিচ নেশা জাতীয় যাদকদ্রব্য এ্যাম্পল ইঞ্জেকশন সহ গ্রেফতার ১

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ । ২২৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধা ফুলছড়ি বালাসীঘাট নৌ পুলিশ ফাঁড়ি,নেতৃত্বে অত্র ফাঁড়ির এসআই মোঃ হাবিবুর রহমান,সঙ্গীয় অফিসার ফোর্সসহ বালাসী লঞ্চঘাট এলাকায় নৌ টহল ডিউটি করাকালে সৈয়দপুরঘাটে অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ২৬/০২/২০২৪ তারিখ সময় ০২.৪০ ঘটিকার সময় ফুলছড়ি থানাধীন কঞ্চিপাড়া ইউনিয়ানস্থ বালাসী লঞ্চঘাট সংলগ্ন দক্ষিন পার্শ্বে (প্রবাহমান ব্রহ্মপত্র নদের পাড়ে) উপস্থিত হইয়া দুই জন ব্যক্তি কে দেখতে পাই তাহারা পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় আসামী  সাজু মিয়া তার পিতা মোঃ সিরাজুল ইসলাম, সাং সাতকুড়ি পশ্চিম পাড়া, থানা-হাকিমপুর,
জেলা-দিনাজপুর তাকে আটক করেন এবং একজন আসামী দৌড়ে পালাইয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী মোঃ সাজু মিয়া এর ডান হাতে থাকা কালো রংয়ের কাপড়ের ব্যাগে থাকা ৩০০(তিনশত) পিচ নেশা জাতীয় যাদকদ্রব্য Buprenorphine Injection IP (এ্যাম্পল), উদ্ধার করেন।
পুলিশ পরিদর্শক মোরশেদুল আলম চৌধুরী,বলেন প্রতি ইঞ্জেকশন (এ্যাম্পল) ওজন ০২ মিলি করে, মোট ওজন (৩০০X২) = ৬০০মিলি, মুল্য অনুমান= (৩০০X২০০)=৬০,০০০/-(ষাট হাজার) টাকা ইংরেজী ২৬/০২/২০২৪ তারিখ ০৪.৫০ ঘটিকার সময় জব্দ তালিকা প্রস্তুত করিয়া সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন । উক্ত ধৃত আসামী মোঃ সাজু মিয়া কে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং পলাতক আসামী মোঃ মোমিনুল ইসলাম যাহার পিতা মৃত হবিবর, সাং- সাতকুড়ি পশ্চিমপাড়া, থানাহাকিমপুর, জেলা-দিনাজপুর বলিয়া জানায়। উপরোক্ত আসামীদ্বয় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখিয়া ব্যবসার উদ্দেশ্যে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৪১ ধারার অপরাধ করিয়াছে। আসমীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।