ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নরসিংদীতে শবেবরাত পালিত

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ । ৯৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের নেয় নরসিংদীতে পালিত হয়েছে পবিত্র শবেবরাত।
রবিবার (২৫ ফেব্রুয়ারী) বাদ এশা নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাতের রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় মুসুল্লিরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন মুসুল্লিরা। পরে মসজিদের খতিব মুফতি আলী আহমেদ হোসাইন মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শবেবরাত সম্পর্কে নরসিংদী দারুলউলুম দত্ত পাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শওকত হোসেন সরকার বলেন, শবে বরাত হচ্ছে ফরাসি শব্দ। শবেবরাত এর আরবি শব্দ হলো ‘ লাইলাতুল বরাত’ অর্থাৎ সৌভাগ্যের রজনী। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইলে তা কবুল করেন। ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত চাইলে তা তিনি কবুল করেন। ইবাদত-বন্দেগির পাশাপাশি স্বজনদের কবর জিয়ারত করলে তিনি তা কবুল করেন। এদিকে শবেবরাত উপলক্ষে শহরে নিরাপত্তা ব্যবস্হার পাশাপাশি পুলিশী টহল জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শবেবরাত উপলক্ষে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা বাজি ফোটানো বা বহন করা নিষিদ্ধ করেছে নরসিংদী জেলা পুলিশ।