ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

কমলগঞ্জে শমশেরনগর হাসপাতাল ভবনের কক্ষের নাম ফলক উন্মোচন

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ণ । ৩৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.সাইদুল ইসলাম, কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের মরাজানের পার এলাকায় আনুষ্ঠানিকভাবে নব নির্মিত একতলা ভবনের তিনটি কক্ষের নাম পলক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুটি কক্ষের নাম ফলক উন্মোচন করেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুওয়ান ও এ দুটি কক্ষের আর্থিক সহায়তাকারী ইংল্যান্ড প্রবাসী এ কে এম জিল্লুল হকসহ অতিথিবৃন্দ।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুওয়ান।
শুরুতে কুরআন তেলওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন। এরপর অতিথি ও দাতা সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতালে এ্যাম্বুলেন্স দানের প্রতিশ্রুতি দাতা ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমদ চৌধুরী, কমলগঞ্জ উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মো. সুজন আহমেদ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শামীম আকন্জী।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাতা পরিবার সদস্য শাম্মী চৌধুরী,আব্দুস শহীদ,প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন ।
দ্বিতীয় পর্বে বেলা ৩ টায় কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল হক এসে শমশেরনগর হাসপাতাল তহবিলে ১ লাখ টাকার চেক প্রদান করেন। তিনি শমশেরনগর হাসপাতাল স্থায়ী তহবিলে বার্ষিক ১০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন। এরপর আমেরিকা প্রবাসী দাতা সদস্য শফিকুর রহমান, মো. শাহাব উদ্দিন ও নুর- ই- আলম জিকু শমশেরনগর হাসপাতাল ভবনে এসে আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম চৌধুরী রানার স্ত্রী মনোয়ারা চৌধুরীর নামে বরাদ্ধকৃত একটি কক্ষের নাম ফলক উন্মোচন করেন।
পরে শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রবাসী অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। শমশেরনগর হাসপাতালের সাথে যুক্ত হওয়া ও আগামীতে আরও সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এর মাঝে প্রবাসী মো. শাহাবুদ্দিন শমশেরনগর হাসপাতাল তহবিলে নতুন করে আবার ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান চৌধুরী মুকুল, আমিনুল হক খোকন প্রমুখ।