ঢাকাবৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

কমলগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ । ৭৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী আবহমান বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা সন্ধ্যা পর্যন্ত পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় পিঠা উৎসবের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজওয়ান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,শাহিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান প্রমুখ।
আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে ২১ টি স্টোল বসে এ পিঠা উৎসবে।