সৈয়দুর রহমান সৈয়দ- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ হইতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবাগত রাত ১২ টা ১ মিনিটে পাকুন্দিয়া উপজেলা সরকারি কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন এবং দিনের কর্মসূচি হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা নিবাহী অফিসার মোঃ আজগর হোসেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম( রেনু) , পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, পাকুন্দিয়া পৌর সভায় মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম খান, বিভিন্ন দপ্তরের অফিসারগণ।
উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক,সালাম, বরকত,সফিউর জব্বারসহ অনেকেই, একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশ ন্যায় পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ভাষা শহীদদের স্মরণ করছে।