ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

বান্দরবানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ । ৭৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: শফিকুর রহমান-
বান্দরবান প্রতিনিধি। বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে অমর একুশে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেনী পেশার মানুষ।
মঙ্গলবার  দিবাগত রাত ১২টা ১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শহীদের প্রতি  শ্রদ্ধা জ্ঞাপন করেন,বীর বাহাদুর উশৈসিং,এম পি।
এরপরে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন,জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,মুক্তিযোদ্ধা সংগঠন,জেলা আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনসহ,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদের প্রতি  শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় সকলের কন্ঠে ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।
এদিকে, ২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান জেলায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।